প্রত্যাবাসন ইস্যু: দ্বিতীয়বারের মতো টেকনাফে মিয়ানমারের প্রতিনিধি দল

|

ছবি : সংগৃহীত

কক্সবাজার প্রতিনিধি:

প্রত্যাবাসন ইস্যুতে দ্বিতীয়বারের মতো টেকনাফ এসে পৌঁছেছে মিয়ানমারের ১৪ সদস্যের প্রতিনিধি দল। বৃহস্পতিবার (২৫ মে) সকাল সোয়া ৯টার দিকে একটি কাঠের বোটে করে প্রতিনিধি দলটি টেকনাফ-মিয়ানমার ট্রানজিট জেটি ঘাটে পৌঁছে।

সেখানে বাংলাদেশের পক্ষে তাদের স্বাগত জানান অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দৌজা। পরে সেখান থেকে তারা টেকনাফ শালবন ক্যাম্প ২৬-এ রোহিঙ্গাদের সাথে কথা বলেন। বিকেলে তাদের ফিরে যাওয়ার কথা রয়েছে।

এর আগে গত ১৫ মার্চ প্রত্যাবাসন ইস্যুতে চার শতাধিক রোহিঙ্গার তথ্য যাচাই-বাছাই করার জন্য টেকনাফে এসেছিলেন তারা। এরপর গত ৫ মে ২০ জন রোহিঙ্গাসহ ২৭ সদস্যের প্রতিনিধি দল মিয়ানমারে প্রত্যাবাসনের পরিবেশ দেখতে গিয়েছিলেন। ফিরে এসে বাংলাদেশ সরকারের প্রতিনিধিরা প্রত্যাবাসনের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও রোহিঙ্গারা অসন্তোষ প্রকাশ করেছিলেন। তবে আশা করা হচ্ছে শিগগিরই এক হাজারের বেশি রোহিঙ্গাকে দিয়ে প্রত্যাবাসন শুরু হতে পারে।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply