খুব শিগগিরই আবারও হামলা চালানো হবে রাশিয়ায়, হুমকি বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরভিসির

|

খুব শিগগিরই রাশিয়ায় আবারও হামলা চালানো হবে। বুধবার (২৪ মে) এই হুমকি দিলো বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন রাশিয়ান ভলান্টিয়ার কর্পস (আরভিসি)। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, রুশ সরকারের নিপীড়ন থেকে ইউক্রেনপন্থীদের উদ্ধারেই এ অভিযান চালানো হবে। বেলগোর্দ অভিযান নিয়ে মিথ্যাচার করছে পুতিন প্রশাসন এমন অভিযোগও করে আরভিসি। খবর আল জাজিরার।

মূলত ইউক্রেনের ভূখণ্ডে সংবাদ সম্মেলন করে এ হুমকি দিয়েছে বিচ্ছিন্নতাবাদী এ সশস্ত্র সংগঠন। এর দু’দিন আগে তারাই বেলগোর্দে হামলা চালায়। সংবাদ সম্মেলনে নতুন করে হুমকি দেয়া হয়, শিগগিরই রুশ ফেডারেশনের অন্য প্রান্তে অভিযান চালানো হবে।

রাশান ভলান্টিয়ার কর্পসের কমান্ডার ডেনিস কাপুস্তিন বলেন, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হলো, খুব শিগগিরই রুশ ফেডারেশনের নতুন এলাকায় প্রবেশ করা। নিঃসন্দেহে হামলা চালানো হবে, কারণ রাশিয়ায় নিপীড়নের শিকার ইউক্রেনপন্থীরা। বেলগোর্দের অভিযানে হতাহতের ইস্যুতে মিথ্যাচার করেছে রাশিয়া। আমাদের মাত্র দু’জন সদস্য আহত হয়েছে। বেশকিছু অস্ত্র বাজেয়াপ্ত করেছি আমরা, বন্দি করেছি কয়েকজন সেনাকে। তবে অভিযানে মার্কিন সামরিক যান হামবি ব্যবহার হয়নি।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

এদিকে, নাশকতার চেষ্টার পেছনে পশ্চিমারাই উসকানিদাতা, এমন অভিযোগ প্রথম থেকেই করে আসছে রাশিয়া। সময়মতো এর দাঁতভাঙা জবাব দেয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে মস্কো।

এ নিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়ে সহযোগিতা করা হচ্ছে, সেটা আর গোপন নেই। এমনকি, আমাদের অস্ত্রশস্ত্রই ব্যবহৃত হচ্ছে রুশ ভূখণ্ডে। এটাও স্পষ্ট, সীমান্ত সংঘাতের পেছনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত আছে পশ্চিমা দেশগুলো। আমরা সময়মতো উপযুক্ত ব্যবস্থা নেবো।

এর আগে গেলো সোমবার, রাশিয়ার কঞ্জিকা সীমান্ত ক্রসিং দিয়ে প্রবেশ করে দুটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন লিবার্টি অব রাশা লিজান এবং রাশান ভলান্টিয়ার কর্পস। তাদের দমনে অভিযান শুরু করে রাশিয়া। পাল্টাপাল্টি সংঘাতে ধ্বংস হয় বেলগোর্দ শহরের পাঁচ শতাধিক ঘরবাড়ি-স্থাপনা। প্রাণ যায় দুই রুশ নারীর। ক্রেমলিনের দাবি, হত্যা করা হয়েছে ৭০ জনের বেশি ইউক্রেনীয়কে। তবে সে দাবি অস্বীকার করছে আরভিসি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply