বাড়িতে ফিরতে শুরু করেছেন ইতালির বন্যার্তরা, অব্যহত উদ্ধার তৎপরতা

|

ইতালিতে বন্যা কবলিত অঞ্চলগুলোতে অব্যাহত আছে জরুরি বিভাগের উদ্ধার তৎপরতা ও ত্রাণ সহায়তা। কিছু এলাকার পানি কমে যাওয়ায় ঘরবাড়িতে ফিরছেন বাসিন্দারা। তবে কাদামাটির কারণে কঠিন হয়ে পড়েছে চলাচল। খবর দ্য গার্ডিয়ানের।

বন্যার কারণে এখনও আশ্রয় শিবিরে রয়েছেন অনেক মানুষ। গত সপ্তাহ থেকেই বন্যায় প্লাবিত হয়েছে ইতালির উত্তরাঞ্চল। পানিতে ডুবে মৃত্যু হয় অন্তত ১৫ জনের। বাস্তুচ্যুত হন ৩৬ হাজারের বেশি মানুষ। হেলিকপ্টার এবং ভেলার মাধ্যমে আশ্রয় শিবিরে নিয়ে যাওয়া হয়েছে দুর্গতদের।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

এর আগে বন্যা দুর্গতদের জন্য ২০০ কোটি ইউরোর সরকারি সহায়তার ঘোষণা দেয় দেশটির সরকার। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানান, মঙ্গলবার (২৩ মে) মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। কয়েক ক্যাটাগরিতে দেয়া হবে সহায়তা। শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দেয়া হবে। ক্ষতিগ্রস্ত কৃষক এবং যারা চাকরি হারিয়েছে তাদেরও দেয়া হবে সহায়তা। এছাড়া দুর্গত অঞ্চলের বাসিন্দাদের আগামী কয়েক মাসের ট্যাক্স এবং গ্যাস ও বিদ্যুৎসহ অন্যান্য বিল স্থগিত করা হয়েছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply