নাগরদোলা ছিঁড়ে নারী ও শিশুসহ আহত ৬

|

বগুড়া ব্যুরো:

বগুড়ার কাহালুতে মেলার নাগরদোলা ছিঁড়ে অন্তত ৫ শিশু-কিশোর ও এক নারী আহত হয়েছে। শনিবার (২৭ মে) কাহালু মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কাহালু পৌরসভা এলাকার পাল্লাপাড়া গ্রাম উন্নয়ন কমিটির আয়োজনে প্রতিবছর জৈষ্ঠ মাসে জামাই মেলা নামে একটি মেলার আয়োজন করা হয়। মেলাটি শুক্রবার শেষ হলেও শনিবার সকালে স্কুল মাঠে নাগরদোলাসহ কিছু দোকানপাট খোলা ছিল। পাল্লাপাড়া গ্রামের ২৫ জন নারী-শিশু-কিশোর ওই নাগরদোলাতে ওঠে। এমন সময় হঠাৎ ওপরের লোহার পাইপ ভেঙে গেলে নাগরদোলাটি মাটিতে আছড়ে পড়ে।

এতে নাগরদোলায় থাকা ২৫ জনের মধ্যে ৬ জন আহত হয়। তাদের মধ্যে পাল্লাপাড়া গ্রামের রিফাত (১৬), সামির (৯) ও সজীবকে (১৭) কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

এই দুর্ঘটনায় আহত পাল্লাপাড়া গ্রামের খায়রুলের স্ত্রী রুমা আকতার মাথায় গুরুতর আঘাত পাওয়ায় তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

কাহালু থানা পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই নাগরদোলার মালিক ও কর্মচারীরা নাগরদোলা ফেলে সেখান থেকে পালিয়ে গেছে। নাগরদোলা জব্দ করে থানায় রাখা হয়েছে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply