খাগড়াছড়ির দীঘিনালায় আগুনে পুড়ে ছাই সোয়া কোটি টাকার ঝাড়ুফুল

|

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির দীঘিনালায় আগুনে পুড়ে গেছে সোয়া কোটি টাকারও বেশি ঝাড়ুফুল। মঙ্গলবার (৩০ মে) সকাল ১১টায় উপজেলার মেরুং ইউনিয়নের ভুঁইয়াছড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এদিকে আগুন লাগার ঘটনা শুনে জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দীপক দেবনাথ।

জানা গেছে, পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ৪ ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মেরুং ইউপির ভুঁইয়াছড়া এলাকায় বন থেকে সংগ্রহ করা ঝাড়ুফুল কিনে তা ব্যবসার জন্যে খোলা মাঠে শুকিয়ে প্রস্তুত করে রাখা হয়েছিল। সেখান থেকে দেশের বিভিন্ন স্থানে তা সরবরাহ করেন ব্যবসায়ী দীপক দেবনাথ। কিন্তু ঝাড়ুফুল ট্রাকে বোঝাই সময় আগুন লাগার ঘটনা ঘটে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে আগুন লাগার ঘটনা শুনে স্থানীয় পুলিশ ফাঁড়ির সদস্যরা আগুন নিভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।

মেরুং ঝাড়ুফুল ব্যবসায়ী কমিটির সভাপতি আব্দুর রহমান জানান, দীপক দেবনাথের ২০ ট্রাক পরিমাণ ঝাড়ু ফুল মজুদ ছিল। যার আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকারও বেশি। সবটাই পুড়ে যাওয়ায় আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি।

দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া জানান, আগুন লাগার ঘটনা শুনে দীঘিনালা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। চারপাশে পানির সংকট থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply