প্রলয়ঙ্কারী টর্নেডোয় বিপর্যস্ত চীন, আহত ১৩

|

শক্তিশালী টনের্ডোয় বিপর্যস্ত চীনের উত্তর-পূর্বাঞ্চল। বৃহস্পতিবার (১ জুন) স্থানীয় সময় বিকেলে লিয়াওনিং প্রদেশে আঘাত হানে ঘূর্ণিঝড়টি। এতে কারোর প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে ১৩ জন আহত। খবর সিজিটিএন এর।

দেশটির জাতীয় আবহাওয়া অফিস জানিয়েছে, এই ঘূর্ণিঝড়ের কারণে ভেঙে পড়েছে ৬০টি ঘরবাড়ি ও স্থাপনা। ক্ষতিগ্রস্ত হয়েছে ৭৪১ একরের বেশি চাষাবাদের জমি। সেই সাথে উপড়ে গেছে গাছপালা, বিদ্যুতের খুঁটিও। ফলে বিদুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন একাধিক এলাকার মানুষ।

এই দুর্যোগে ভুক্তভোগী দুই শতাধিক বাসিন্দা। তাদের অনেকেই হয়ে পড়েছেন গৃহহীন। ঝড়ের ফলে ঘরবাড়ি ভেঙে পড়ায় তারা রাত কাটান খোলা আকাশের নিচে। প্রশাসনের উদ্যোগে, শুক্রবার সকাল থেকেই উদ্ধার তৎপরতা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয়েছে সাহায্যের আশ্বাসও।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply