মেসির বিদায়ে নেইমারের আবেগপ্রবণ পোস্ট

|

ছবি: সংগৃহীত

একদিন আগেই আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির প্রস্থানের কথা জানিয়েছে প্যারিস সেইন্ট জার্মেই। আগামী মৌসুমে ভিন্ন ক্লাবের জার্সিতে দেখা যাবে এলএমটেনকে। মেসির বিদায়ী ম্যাচে বুট পায়ে মাঠে নামতে পারেননি। তবে মাঠে ঠিকই উপস্থিত ছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। বন্ধুর বিদায়ে আবেগপ্রবণও হয়েছেন। যার প্রতিফলন দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও।

নেইমার লিখেছেন, ভাই আমার… যেরকম চেয়েছিলাম সেরকম হয়নি, তবে আমরা চেষ্টা করেছি। তোমার সাথে দুই বছর কাটাতে পারাটা দারুণ ছিল। যেখানেই যাও না কেনো, আনন্দে থাকো, ভালো থাকো। ভালোবাসি তোমাকে।

ইনজুরির কারণে গ্যালারিতে বসেই মেসি-রামোসদের বিদায়ী ম্যাচ দেখেছেন নেইমার। ম্যাচ শেষে সতীর্থদের সঙ্গে মাঠে গিয়ে লিগ জয়ের আনন্দও উদযাপন করেন। প্রিয় বন্ধু মেসিকে বিদায়ও জানিয়েছেন উষ্ণ আলিঙ্গনে।

২০২১ সালের ২৯ আগস্ট ফ্রেঞ্চ ফুটবল ও লিগ ওয়ানে অভিষেক হয় লিওনেল মেসির। পিএসজি’র হয়ে খেলা ৭৪টি ম্যাচেই প্রায় সবকটিতেই দেখা গেছে মেসি ঝলক। দুই মৌসুমে পিএসজির হয়ে ৩২টি গোল করেন লিও, যার প্রথমটি এসেছিল চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ম্যানসিটির বিরুদ্ধে। পিএসজি’র ৩০ নম্বর জার্সি গায়ে প্রথম মৌসুমেই আর্জেন্টাইন মহাতারকা জেতেন ফ্রেঞ্চ লিগ ও ব্যক্তিগত সপ্তম ব্যালন ডি’অর।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply