গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন আজমত উল্লা খান

|

অ্যাড. আজমত উল্লা খান। ফাইল ছবি।

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে অ্যাড. আজমত উল্লা খানকে নিয়োগ দিয়েছে সরকার। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের উপসচিব রফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন-২০২০ এর ধারা ৭(১) ও ৭(২) অনুযায়ী অ্যাড. আজমত উল্লা খানকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হলো।

এতে আরো বলা হয়, এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

গত ২৫ মে অনুষ্ঠিত গাজীপুর সিটি নির্বাচনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুনের কাছে ১৬ হাজারের বেশি ভোটের ব্যবধানে পরাজিত হন নৌকার প্রার্থিতা পাওয়া আজমত উল্লা খান। এর আগে, ২০১৩ সালে অনুষ্ঠিত গাজীপুর সিটির প্রথম নির্বাচনেও দলীয় মনোনয়ন পেয়েছিলেন তিনি। সেবার বিএনপির প্রার্থী প্রয়াত এম এ মান্নান মেয়র পদে বিজয়ী হন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply