১৫ দিনের মধ্যে পায়রায় বিদ্যুৎ উৎপাদন শুরু: নসরুল হামিদ

|

পায়রা বিদ্যুৎকেন্দ্রে ১৫ দিনের মধ্যে আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। আর দুই সপ্তাহের মধ্যে দেশের বিদ্যুৎ সংকট কেটে যাবে; এ কথা বলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

মঙ্গলবার (৬ জুন) বিকেলে সংসদে সম্পূরক বাজেটের ওপর আলোচনায় তিনি এসব কথা জানান। কয়লা কেনার টাকা বাকি রয়েছে কেন, সংসদ সদস্যের এমন প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, বৈশ্বিকভাবে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় কিছুটা সময় লেগেছে। সময়মতো কয়লা আমদানি করা যায়নি। তবে, ইতোমধ্যে জ্বালানি তেল ও কয়লা কেনার উদ্যোগ নেয়া হয়েছে।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

বর্তমানে প্রায় আড়াই হাজার মেগাওয়াট বিদ্যুৎ কম উৎপাদন হচ্ছে বলে স্বীকার করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। জানান, সংকট কাটাতে ভারত থেকে বিদ্যুৎ আমদানি করার প্রক্রিয়া দ্রুত করা হচ্ছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply