আল হিলালে কুলিবালি

|

ছবি: সংগৃহীত

ইউরোপ ছেড়ে সৌদি ক্লাবে যাওয়ার ভীড়ে নাম লিখেছেন কালিদু কুলিবালি। গুঞ্জন সত্যি করে অবশেষে চেলসি ছেড়ে সৌদি ক্লাব আল হিলালে যোগ দিলেন এই সেনেগালিজ ডিফেন্ডার। ক্লাবের অফিশিয়াল টুইটবার্তায় বিষয়টি নিশ্চিত করেছে চেলসি। ইএসপিএনের খবর।

তিন বছরের চুক্তিতে আল হিলালে যাচ্ছেন কালিদু কুলিবালি। বার্ষিক প্রায় আড়াই কোটি ইউরো পারিশ্রমিক পাবেন সেনেগালিজ এই ডিফেন্ডার। শনিবারই (২৪ জুন) তার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

এর আগে, নাপোলি ছেড়ে গত মৌসুমে চেলসিতে যোগ দিয়েছিলেন তিনি। ক্লাবটির হয়ে ৩২ ম্যাচ খেলে দুই গোল করেছেন তিনি। কিন্তু দুর্দশাগ্রস্ত মৌসুমে চেলসির ডিফেন্স রক্ষায় নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি এই ডিফেন্ডার।

এদিকে, ট্রান্সফার ফি হিসেবে আল হিলালের কাছ থেকে ২ কোটি পাউন্ড পাবে চেলসি। কুলিবালির পাশাপাশি চেলসির অপর দুই ফুটবলার হাকিম জিয়েশ ও এদুয়ার্দো মেন্দিকেও দলে নেয়ার চেষ্টা করছে সৌদি ক্লাবটি।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply