রুশ-ইউক্রেন যুদ্ধে ৯ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত: জাতিসংঘ

|

ছবি: সংগৃহীত

দেড় বছর ধরে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ৯ হাজারের বেশি বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। শুক্রবার (৭ জুলাই) যুদ্ধের ৫০০তম দিনে এ তথ্য নিশ্চিত করেছে জাতিসংঘের মানবাধিকার মনিটরিং মিশন (এইচআরএমএমইউ)। খবর আলজাজিরার।

রুশ আগ্রাসনে নিহতদের মধ্যে রয়েছে ৫ শতাধিক শিশু। সংস্থাটি জানায়, ২০২২ সালের তুলনায় চলতি বছর প্রাণহানির গড় কিছুটা কম। তবে গত মে ও জুন মাসে মস্কো ফের জোরালো আগ্রাসন শুরু করায় বেড়েছে বেসামরিক নিহতের সংখ্যা।

এইচআরএমএমইউ’র ডেপুটি হেড নোয়েল ক্যালহাউন বলেন, আজ আমরা যুদ্ধের আরেকটি ভয়ঙ্কর মাইলফলক অতিক্রম করছি। ইউক্রেনের বেসামরিক নাগরিকদের ওপর ভয়াবহ হামলা চলছে।

গত ২৭ জুন রুশ ক্ষেপণাস্ত্র হামলায় একদিনে প্রাণ হারায় ১৩ জন। বেসামরিক স্থাপনা টার্গেট করে চলমান হামলার জেরে বেসামরিক নিহতের সংখ্যা আরও বাড়বে বলে শঙ্কা জানিয়েছে সংস্থাটি।

গত বছর বুশা ও মারিউপোলে সাধারণ মানুষের ওপর ভয়াবহ আগ্রাসন চালায় রুশ বাহিনী। সে সময় তাদের বিরুদ্ধে গণহত্যা ও যুদ্ধাপরাধের অভিযোগ তোলা হয়।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply