‘আদিম’ দেখে উচ্ছ্বসিত জয়া আহসান

|

ছবি : পরিচালকের ফেসবুক

‘আদিম’ ছবিটি দেখার পর নিজের মুগ্ধতা প্রকাশ করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বলেছেন, বাংলাদেশের অসাধারণ একটি ছবি দেখলাম। খুব ভালো লাগলো।

মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে বুয়েট ফিল্ম সোসাইটির উদ্যোগে ‘চলতরঙ্গ’ শিরোনামে আয়োজিত চলচ্চিত্র উৎসবে জয়া ‘আদিম’ ছবিটি দেখেন। এরপর সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে জয়া উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, অনেক দিন পর মনে হলো, একটা ভালো ছবি দেখলাম। খুবই অরিজিনাল ছবি। আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি।

২০১৭ সালে ‘আদিম’ নির্মাণের প্রস্তুতি নিতে শুরু করেন পরিচালক যুবরাজ শামীম। তিনি এ কারণে দিনের পর দিন বস্তিতে সময় কাটিয়েছেন। আদিমের অভিনেতারা মূলত বস্তিরই বাসিন্দা। অপেশাদার অভিনয়শিল্পীদের প্রসঙ্গে জয়া আহসান বলেন, নন-অ্যাক্টরদের এমন লেভেলের অভিনয় করিয়েছে পরিচালক, এটা তো অভিনয় করানো বলাটা ভুল। আমার কাছে মনে হয়েছে, বাস্তব জীবনের কোনো চিত্র দেখছি।

ছবি: সংগৃহীত

২০১৮ সালে ‘আদিম’ ছবির নির্মাণকাজ শুরু করেন যুবরাজ। অর্থাভাবে কখনও কখনও শুটিং বন্ধ ছিল। মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প অবলম্বনে বানানো ছবিটি শেষ পর্যন্ত গণ অর্থায়নে নির্মিত হয়। এটি যুবরাজ শামীমের পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। আদিমের পরিচালক বলেন, এখন কিছু মানুষ আমাকে চেনেন, তখন আমাকে কেউ চিনতেন না। না চিনেও আমার ওপর আস্থা রাখলেন, এটা আমার কাছে আশ্চর্য লাগে।

গত ২৬ মে ‘আদিম’ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। গত বছর ৪৪তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নেটপ্যাক জুরি পুরস্কার জেতে ছবিটি। এরপর আরও কয়েকটি চলচ্চিত্র উৎসবে সিনেমাটি পুরস্কৃত ও প্রশংসিত হয়েছে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply