কয়েক মৌসুম ধরে ম্যানচেস্টার সিটির মাঝমাঠের অন্যতম ভরসা ছিলেন জার্মান মিডফিল্ডার ইলকায় গুন্দোগান। গত মৌসুমেও ইংলিশ ক্লাবটির ট্রেবল জয়ের অন্যতম সারথি ছিলেন এই জার্মান মিডফিল্ডার। কিন্তু দলবদলের শুরুতেই সিটি ছেড়ে স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় যোগ দেন তিনি। গত ২৬ জুন গুন্দোগানকে সই করানোর ঘোষণা দিয়েছিল বার্সেলোনা। জার্মান মিডফিল্ডারকে নিজেদের খেলোয়াড় হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিল কাতালান ক্লাবটি।
সোমবার (১৭ জুলাই)) সম্পন্ন করে সব আনুষ্ঠানিকতা। নতুন চ্যালেঞ্জের খোঁজে ইংলিশ লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির সাথে চুক্তি নবায়ন করেননি গুন্দোগান। তাইতো ৩২ বছর বয়সী এই ফুটবলারকে দলে ভেড়াতে কোনো ট্রান্সফার ফি দিতে হয়নি বার্সাকে।
আপাতত দুই মৌসুমের জন্য এই জার্মানের সাথে চুক্তি করেছে কাতালান ক্লাবটি। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে গুন্দোগান জানিয়েছে তার সাবেক ডর্টমুন্ড সতীর্থ রবার্ট লেভানদোভস্কি আর জার্মান টিমমেট মার্ক টের স্টেগেন তাকে বার্সেলোনায় যোগ দিতে উৎসাহিত করেছেন।
বার্সার খেলোয়াড় হিসেবে আনুষ্ঠানিক পরিচিতি অনুষ্ঠানে গুন্দোগান বলেছেন, ছুটির দিনগুলোর আগে দীর্ঘ সময় কথা হয়েছে (লেভার সঙ্গে)। আমরা পোল্যান্ডের মুখোমুখি হয়েছিলাম। লেভানদোভস্কি আমাকে ম্যাচ শেষে কথা বলতে বলেছিল। (ম্যাচ শেষে) সে আমাকে বার্সেলোনা নিয়ে বলেছে। এই শহর, এখানকার জীবন নিয়ে আমার সঙ্গে কথা বলার সময় তার চোখ চকচক করছিল। নিজে সিদ্ধান্ত নিতে আমার তাকে প্রয়োজন পড়েনি কিন্তু তার বার্তাগুলো আমাকে অনেক সাহায্য করেছিল।
ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ করে ক্যাম্প ন্যুকে নতুন ঠিকানা বানিয়েছেন গুন্দোগান। দুই মৌসুমের জন্য তার সঙ্গে চুক্তি করেছে বার্সা, যেটির মেয়াদ ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত। ফ্রি ট্রান্সফার হওয়ায় এই দলবদলে বার্সার কোনো টাকা খরচ হচ্ছে না। ক্লাবটিতে চাইলে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়াতে পারবেন গুন্দোগান। চুক্তি সইয়ের সময় নিজেদের সাইটে বার্সা জানিয়েছিল, ৩২ বছর বয়সী এই তারকার বাই-আউট ক্লজ নির্ধারণ করা হয়েছে ৪০ কোটি ইউরো।
/আরআইএম
Leave a reply