গুপ্তচরবৃত্তির অভিযোগে ৪৫ রুশ কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দিলো, মলদোভা। বুধবার (২৬ জুলাই), তথ্যটি নিশ্চিত করে ইউরোপীয় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর বিবিসির।
বিবৃতিতে জানানো হয়, অশোভন আচরণের কারণেই এ পদক্ষেপ। তালিকায়, রুশ দূতাবাসের ২৫ জন কর্মকর্তা রয়েছেন। ২০ জন কূটনীতিকের নামও উল্লেখ করা হয়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, রুশ দূতাবাস ভবনের ছাদে মিলেছে নজরদারি ডিভাইস। পাশের ভবনেও মিলেছে একইরকম যন্ত্রপাতি। বহিষ্কৃত কূটনীতিকদের ১৫ আগস্টের মধ্যে দেশত্যাগের নির্দেশ দিয়েছে, মলদোভা।
এ অন্যায় আচরণের মোক্ষম জবাব দেয়া হবে- রাশিয়ার তরফ থেকে এসেছে এ হুঁশিয়ারি। মলদোভার অভিযোগ- ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পরই দেশটিতে নজরদারি বাড়িয়েছে রাশিয়া। কারণ- ইউরোপের ছোট্ট দেশটিতে আশ্রিত লাখ-লাখ ইউক্রেনীয়।
/আরআইএম
Leave a reply