স্টার্টআপে যারা সফল হবে তারাই দেশের অ্যাম্বাসেডর: প্রধানমন্ত্রী

|

বাংলাদেশ স্টার্টআপ সামিট ২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

স্টার্টআপ নিয়ে তরুণদের উৎসাহিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, আমি মনে করি, স্টার্টআপে তোমরা যারা সফল হবে, তারাই আগামীতে দেশের অ্যাম্বাসেডর (প্রতিনিধি) হিসেবে কাজ করবে।

শনিবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১২টায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত ‘বাংলাদেশ স্টার্টআপ সামিট-২০২৩’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় শিক্ষিত তরুণদের চাকরির পেছনে না ঘুরে কর্মসংস্থান সৃষ্টির তাগিদ দেন প্রধানমন্ত্রী। বলেন, তরুণরা চাকরির পেছনে ঘুরবে কেন, তারা চাকরি দিবে। আমরা তাদের জন্য সুযোগ সৃষ্টি করে দিয়েছি, যাতে উদ্যোক্তা হিসেবে তৈরি হয়।

দেশের যুব সমাজকে মেধাবী দাবি করে শেখ হাসিনা বলেন, আমাদের যুবসমাজের কর্মদক্ষতা আছে। আমরা তাদের দক্ষ জনশক্তি করে গড়ে তুলতে চেষ্টা করছি। এ খাতে যারা বিনিয়োগ করবে, সরকার তাদের সুরক্ষা দিবে বলেও জানান প্রধানমন্ত্রী।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

তরুণদের রাজনীতিতে অংশগ্রহণ প্রসঙ্গে সরকারপ্রধান বলেন, রাজনীতি করতে গেলে বাধা আসবে। তবে সেই বাধা অতিক্রম করেই কাজ করতে হয়। আমরা সেভাবেই কাজ করেছি।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply