প্রধানমন্ত্রীর সাথে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

|

গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন রাশিয়ার রোসাটমের মহাপরিচালক এইচ ই অ্যালেক্স লিখাচেভ। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রুশ রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশনের (রোসাটম) মহাপরিচালক এইচ ই আলেক্সেই লিখাচেভ। সোমবার (৩১ জুলাই) সকালে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। গতকাল (৩০ জুলাই) রাতে ঢাকায় পৌঁছান আলেক্সেই লিখাচেভ। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে তার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের অগ্রগতি দেখতে যাওয়ার কথা রয়েছে।

চলতি বছরের ১২ এপ্রিল রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রোসাটমের ওপর নিষেধাজ্ঞা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। সে সময় মার্কিন পররাষ্ট্র দফতরের ঘোষণায় বলা হয়, ইউক্রেন যুদ্ধে মদদ দেয়ায় রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রোসাটমকে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান রোসাটমের সঙ্গে সম্পর্ক রাখলে তারাও নিষেধাজ্ঞায় পড়তে পারে– এমন বার্তাও দেয় ওয়াশিংটন। সবশেষ চলতি মাসের জুলাইয়ে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের নিষেধাজ্ঞার তালিকায় নাম আসে রোসাটমের।

বাংলাদেশের প্রথম পরমাণু বিদ্যুৎকেন্দ্রটি নির্মিত হচ্ছে রুশ সহায়তায়। এ প্রকল্প বাস্তবায়নে ২০১৫ সালের ২৫ ডিসেম্বর রোসাটমের অঙ্গ প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয় এক্সপোর্টের সঙ্গে চুক্তি করে বাংলাদেশের পরমাণু শক্তি কমিশন। ২০১৭ সালের নভেম্বরের শেষ প্রান্তে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মূল নির্মাণ কাজ শুরু হয়। সে সময় বিদ্যুৎকেন্দ্রের চুল্লির জন্য কংক্রিটের মূল স্থাপনা নির্মাণের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন সশরীরে রূপপুরে উপস্থিত ছিলেন রোসাটমের মহাপরিচালক আলেক্সেই লিখাচেভ। সেখানে অনুষ্ঠানের ফাঁকে রূপপুরের প্রকল্প কার্যালয়ে সরকারপ্রধানের সঙ্গে বৈঠক করেছিলেন লিখাচেভ।

পরে গত বছরের অক্টোবরে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন রোসাটমের মহাপরিচালক।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply