‘উনি কেন খাইলেন’, গয়েশ্বর প্রসঙ্গে ওবায়দুল কাদের

|

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

গোয়েন্দা প্রধানের দফতরে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের খাবার খাওয়া প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রুই মাছ দিয়ে তিনি ভালো করেই খেয়েছেন। উনি কেন খাইলেন, এটা উনাকে জিজ্ঞেস করেন। এত ক্ষুধা রাজনীতিক নেতার! কী রাজনীতি করবেন! তিন দিনেও খাইনি আন্দোলনের সময়। ক্ষুধা লেগেছে, উনি খেয়েছেন।

সোমবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

তিনি আরও বলেন, গোয়েন্দাদের কাজই খাওয়ানোর ছবি দেয়া। সে তো এসব তথ্য বের করার জন্যই বসে আছে। এটা তো কোনো রাজনীতিবিদ করেনি। এটা তো বিপ্লব বড়ুয়া আর আরাফাত গিয়ে করে নাই।

আরও পড়ুন: বিএনপি লাশের রাজনীতি করতে চায়, সরকার চায় শান্তিপূর্ণ পরিবেশ: ওবায়দুল কাদের

শনিবার (২৯ জুলাই) অবস্থান কর্মসূচিতে অসুস্থ হয়ে পড়া বিএনপি নেতা আমানুল্লাহ আমানকে দেখতে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে প্রধানমন্ত্রীর প্রতিনিধি দল যাওয়া প্রসঙ্গেও এ সময় কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ফল পাঠিয়েছেন। এটা পাঠাতেই পারেন। তিনি অসুস্থ হয়েছেন। ফল পাঠানো নিয়ম। রাজনীতি করবো বলেই সৌজন্য বিদায় নেবে নাকি?

আরও পড়ুন: ডিবি অফিসে বিষ দিলে বিষই খেতে হতো: গয়েশ্বর

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply