এক মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৪১ হাজার; নির্দেশনা অনুযায়ী বাড়েনি বেড

|

এক মাসে সরকারি হিসেবেই ৪১ হাজার ছাড়ালো ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। প্রাণ গেছে ২০০ জনের। এরই মধ্যে রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে আরও দেড় হাজার বেড বাড়ানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। তবে, সোমবার (৩১ জুলাই) সকাল পর্যন্ত বেড বাড়ানোর কোনো দৃশ্য চোখে পড়েনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেলো ১ দিনে ডেঙ্গু আক্রান্ত নতুন রোগী ভর্তি হন ৬৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭৫ জন। সব মিলিয়ে ভর্তি রোগী সেখানে ৩৫৩। এছাড়া, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬শ’র ওপর। রোগীর স্বজনরা জানান, হাসপাতালে বেড সংকটে রোগী ভর্তি করা যাচ্ছে না। নিরুপায় হয়ে মেঝেতে থাকতে হচ্ছে। চিকিৎসকরা জানান, রোগীর চাপে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের।

এদিকে, গতকাল (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু হয়। এ সময়ে হাসপাতালে ভর্তি হন ২ হাজার ৭৩১ জন। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয় ১ হাজার ১৮৪ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৪৭ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৯ হাজার ৪১৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। রাজধানীর হাসপাতালে ৫ হাজার ১৪৭ জন ও অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ২৭১ জন ভর্তি আছেন।

ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত সারা দেশে ৪৯ হাজার ১৩৮ জন চিকিৎসা নিয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ হাজার ৪৭৩ জন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪৭ জনের মৃত্যু হয়েছে।

পরিস্থিতি মোকাবেলায় রাজধানীর সরকারি হাসপাতালে আরও দেড় হাজার বেড বাড়ানোর নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। রোগীর চাপ হিসেব করে অতিরিক্ত বেড এবং চিকিৎসা সংরঞ্জাম দেয়ার কথা সেসব হাসপাতালে। তবে, সোমবার সকাল পর্যন্ত বেড বাড়ানোর কোনো দৃশ্য চোখে পড়েনি। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সরকারি আদেশের পর ব্যবস্থা শুরু হয়েছে। চলতি সপ্তাহের মধ্যেই অতিরিক্ত বেড ও সরঞ্জাম পাওয়া যাবে।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply