ভারতে খেলবে নেইমারের আল হিলাল

|

ছবি: সংগৃহীত

ভারতে খেলতে আসছে নেইমারের আল হিলাল। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপপর্বে মুম্বাই সিটি এফসির বিপক্ষে ভারতে অ্যাওয়ে ম্যাচ খেলবেন নেইমাররা। সে হিসেবে ঘরের মাঠে বসে নেইমারের খেলা দেখার সুযোগ পাবে ভারতীয়রা।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) এএফসি’র সদর দপ্তর মালয়েশিয়ার কুয়ালালামপুরে টুর্নামেন্টের ড্র ও সূচি চূড়ান্ত হয়েছে। পাঁচটি গ্রুপে ভাগ হয়ে আসরে অংশ নেবে মোট ২০ দল। ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে গ্রুপপর্বের লড়াই। গ্রুপপর্বের ম্যাচগুলো ‘হোম অ্যান্ড অ্যাওয়ে’ হবে। ম্যাচের দিনক্ষণ এখনও জানায়নি টুর্নামেন্ট কর্তৃপক্ষ।

গত আইএসএলের লিগ শিল্ড জেতার সুবাদে এবার সরাসরি এএফসি চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ পেয়েছে মুম্বাই। চ্যাম্পিয়নস লিগে গ্রুপ ডি-তে পড়েছে মুম্বাই ও আল হিলাল। এ দু’টি ক্লাব ছাড়াও গ্রুপে রয়েছে ইরানের ক্লাব নাসাজি মাসান্দারান এবং উজবেকিস্তানের ক্লাব নবখর।

মুম্বাই বনাম আল হিলাল ম্যাচটি হওয়ার কথা রয়েছে পুণের বালেওয়াড়ি স্টেডিয়ামে। সেখানে দর্শকসংখ্যা ১১ হাজারের কিছু বেশি। ফলে খুব বেশি মানুষ নেইমারকে দেখার সুযোগ পাবেন না। এএফসি চ্যাম্পিয়নস লিগের সুবাদে ভারতে আসার সম্ভাবনা ছিল ক্রিস্টিয়ানো রোনালদো কিংবা করিম বেনজেমারও। আপাতত নেইমারের দেখাই পাচ্ছে ভারত।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply