ভয়াবহ হচ্ছে ডেঙ্গু, চলতি মাসে মৃত্যু ২৭৭

|

ভয়াবহ হচ্ছে দেশের ডেঙ্গু পরিস্থিতি। ডেঙ্গু সংক্রমণের হার বৃদ্ধির সাথে সাথে বাড়ছে মৃত্যুহারও। হাসপাতালগুলোতেও রোগীর চাপে হিমশিম অবস্থা।

সরকারি হিসাবে চলতি মাসে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৭৭ জনের। আর জানুয়ারি থেকে ২৫ আগস্ট পর্যন্ত মৃত্যু হয়েছে ৫২৮ জনের। চলতি মাসের গেল ২৫ দিনে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৮ হাজার ৩৯২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেয়া তথ্য অনুযায়ী, সারাদেশের ১৩০ হাসপাতালে ডেঙ্গু নিয়ে এখন ভর্তি আছেন ৭ হাজার ৯৩৪ জন। সবশেষ প্রাণ যাওয়া ১৪ জনের মধ্যে ১১ জনই মারা গেছেন রাজধানীর হাসপাতালে। ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীদের ৯২ ভাগ সুস্থ হয়ে ঘরে ফিরেছেন।

চিকিৎসকরা বলছেন, এবার ডেঙ্গুর উপসর্গে আসছে ভিন্নতা। অনেকে ডেঙ্গুর উপসর্গ নিয়ে এলেও টেস্টে তাদের নেগেটিভ আসছে বলেও জানান তিনি। প্লাটিলেট কমে গেলেই আতঙ্কিত না হয়ে সঠিক নির্দেশনা মেনে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply