১৫০ ওয়াটের থান্ডারবোল্ট চার্জিং আনতে যাচ্ছে অ্যাপল!

|

আগামী সেপ্টেম্বরে আইফোন ১৫ উন্মোচন করবে অ্যাপল। তবে রিলিজের আগেই নানা রকম খবর বের হচ্ছে নতুন এ ফোনের মডেল নিয়ে। শোনা যাচ্ছে থান্ডারবোল্ট ক্যাবল আনতে পারে আইফোন ১৫। খবর লাইভ মিন্টের।

ইউরোপীয় ইউনিয়নের আপত্তির কারণে এবার টাইপ সি চার্জিং পোর্ট আনতে পারে, এমন খবর বেশ পুরনো। তবে এর সাথে নতুন মাত্রা যোগ করলো যেন এই থান্ডারবোল্ট ক্যাবল। এই কেবলের বিশেষত্ব হলো, দ্রুত চার্জিং ও ডাটা স্পিড। এতে সর্বোচ্চ ১৫০ ওয়াটের স্পিডে চার্জ দেয়া যায় বলে জানা গেছে।

তবে খবর এমনও বেরিয়েছে, সব মডেলের জন্য এই সুবিধা উন্মুক্ত থাকবে না। আইফোন ১৫ প্রো থেকে পাওয়া যাবে এই থান্ডারবোল্ট ক্যাবলের সুবিধা। অর্থাৎ যারা বেসিক মডেল কিনবেন তাদের গতানুগতিক চার্জার নিয়েই সন্তুষ্ট থাকতে হতে পারে।

তবে মনে রাখা শ্রেয়, উপরের সব তথ্যই লিক হওয়া তথ্যের ভিত্তিতে দেয়া। বাস্তবে কী ঘটবে তা একমাত্র ১২ সেপ্টেম্বরই জানা যাবে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply