ঢাবি শিক্ষক রহমত উল্লাহকে অব্যাহতির সিদ্ধান্ত অবৈধ: হাইকোর্ট

|

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রহমত উল্লাহকে সব ধরনের প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্তকে অবৈধ উল্লেখ করে তা বাতিল করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে হাইকোর্টের বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন। এর ফলে অধ্যাপক মো. রহমত উল্লাহ সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

মূলত, অধ্যাপক মো. রহমত উল্লাহ গত বছর বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত খন্দকার মোশতাকের প্রতি ‘শ্রদ্ধা’ জানিয়ে বক্তব্য দেন। এ বিষয়ে ওই বছরের ২০ এপ্রিলের সিন্ডিকেট সভায় ঢাবির প্রশাসনিক কার্যক্রম থেকে তাকে অব্যাহতি দেয়া হয়। এর বিরুদ্ধে অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ রিট করেন। হাইকোর্ট গত বছরের ৮ জুন রুল জারি করেন। ওই রুলের চূড়ান্ত শুনানি শেষে আজ মঙ্গলবার আদেশ দেন আদালত।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply