শাহজালালে অবৈধভাবে আমদানি করা ক্রিম জব্দ

|

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মিথ্যা ঘোষণা দিয়ে আনা ১ হাজার ৮৪৮ পিস রং ফর্সাকারী ক্রিম জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। দুবাই থেকে আমদানি করা এই ক্রিমগুলো গোপন সংবাদের ভিত্তিতে জব্দ করে শুল্ক গোয়েন্দা। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা।

দুবাই থেকে আসা ইকে-৫৮৬ ফ্লাইটে আসে এসব রং ফর্সাকারী ক্রিম। এসব আমদানি পণ্যের প্রাপকের ঠিকানায় ছিলো আরিফুর রহমান নামে এক লোকের নাম। যার গ্রামের বাড়ি ফেনী।

আমদানি নীতি আদেশ ২০১৫-২০১৮ এর শর্ত ২৮(ক)মোতাবেক এ ধরণের কসমেটিকস আমদানিযোগ্য পণ্য-যা আমদানির ক্ষেত্রে বিএসটিআই এর অনাপত্তি গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। তাছাড়া এই ধরনের রং ফর্সাকারী ক্রিম এর পূর্বেও আটক করা হয়েছিল যা বিএসটিআই অনাপত্তি পায়নি।

দি কাস্টমস এ্যাক্ট, ১৯৬৯ এর ধারা-৩২ ও আমদানি নীতি আদেশ ২০১৫-২০১৮ এর অনুচ্ছেদ-২৮(ক)এর বিধান অনুসরণ না করে কসমেটিকস আমদানি করায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর দি কাস্টমস এ্যাক্ট, ১৯৬৯ এর ধারা ১৬৮ এর ক্ষমতাবলে পণ্য চালানটি জব্দ করা হয়।

যমুনা অনলাইন/এইচকেএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply