আ. লীগের নির্বাচনী ইশতেহারে গুরুত্ব পাবে ৪ ইস্যু: ড. আব্দুর রাজ্জাক

|

২০৩০ সালের মধ্যে উচ্চমধ্যম আয়ের দেশে পরিণত হওয়া, কর্মসংস্থান সৃষ্টি, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ক্রয় ক্ষমতার মধ্যে রাখা এবং বাজার নিয়ন্ত্রণ— এসব বিষয়ে নির্বাচনী ইশতেহারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে আওয়ামী লীগ। নির্বাচনী ইশতেহার কমিটির আহ্বায়ক ড. আব্দুর রাজ্জাক এ কথা জানিয়েছেন।

শনিবার (১৪ অক্টোবর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ইশতেহার প্রণয়ন উপকমিটির দ্বিতীয় সভায় এ কথা জানান তিনি।

ড. আব্দুর রাজ্জাক বলেন, করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অর্থনৈতিক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে দেশ। যুদ্ধ সহসা থামবে না। আন্তর্জাতিক বাজারেও পণ্যের দাম বেড়েছে। এসব বিষয় মাথায় রেখেই ইশতেহার প্রণয়ন করা হবে।

তিনি আরও বলেন, জনগণ ও পেশাজীবীদের মতামত নেয়া হয়েছে। বাজার স্থিতিশীল করা এবং অর্থনৈতিক স্থবিরতা দূরীকরণের দিক নির্দেশনা চান তারা।

ড. আব্দুর রাজ্জাক বলেন, নির্বাচনকে ঘিরে গুজব ছড়ানো হচ্ছে। নির্বাচন বানচালের উদ্দেশ্যে জাতীয়-আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে। তবে কোনো কিছুই সফল হবে না। নির্বাচন যথাসময়েই হবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply