ঢাকায় রাজনৈতিক অস্থিতিশীলতায় যুক্তরাষ্ট্রের নিন্দা

|

রাজধানী ঢাকায় রাজনৈতিক অস্থিতিশীলতার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে দেশটি। শনিবার (২৮ অক্টোবর) দেশটির পররাষ্ট্র দফতর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এ নিন্দা জানায়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের পোস্টে বলা হয়, ঢাকায় আজকের রাজনৈতিক সহিংসতার নিন্দা জানাচ্ছে যুক্তরাষ্ট্র। সব পক্ষকে শান্ত ও সংযমের আহ্বান জানাই এবং সম্ভাব্য ভিসা বিধিনিষেধের জন্য আমরা সব সহিংস ঘটনা পর্যালোচনা করবো।

এদিকে, একই ঘটনায় আলাদা বিবৃতি দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। বিবৃতিতে দূতাবাসও এ ঘটনার নিন্দা জানিয়ে বলে, ২৮ অক্টোবর ঢাকায় যে রাজনৈতিক সহিংসতা হয়েছে যুক্তরাষ্ট্র তার নিন্দা জানায়। একজন পুলিশ কর্মকর্তা একজন রাজনৈতিক কর্মী হত্যা এবং একটি হাসপাতাল পোড়ানোর ঘটনা অগ্রহণযোগ্য। সাংবাদিকসহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতা তেমনই। আমরা সব পক্ষকে শান্তি ও সংযমের আহ্বান জানাই। সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞার জন্য আমরা সমস্ত সহিংস ঘটনার পর্যালোচনা করব।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply