অবরোধে রাজধানীতে যান চলাচল কম, বাসে আগুন দেয়ার সময় আটক ৩

|

অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীতে গণপরিবহন চলাচল কম থাকায় বিপাকে পড়েছেন যাত্রীরা। এ দিন বাসে আগুন দেয়ার সময় ৩ জনকে আটক করা হয়েছে।

বুধবার (১ নভেম্বর) দ্বিতীয় দিনেও রাজধানীতে গাড়িতে আগুন দেয়া হয়েছে। নগরীর মুগদা এলাকায় একটি বাসে আগুন দেয়া হয়। এ সময় একজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়াও মতিঝিল এলাকায় বাসে আগুন দেয়ার চেষ্টা হয়। এ সময় ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে পুলিশ।

অবরোধের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস খোলা থাকায় দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। রাজধানীর বিভিন্ন জায়গায় পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থায় দেখা গেছে। অবরোধের মধ্যে গাবতলী বাস টার্মিনাল যাত্রী শূন্য। বাস কম থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা। নিরাপত্তার কারণে ব্যক্তিগত গাড়ি বের করছেন না অনেকে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply