পিকাসোর আঁকা ছবি দেড় হাজার কোটি টাকায় বিক্রি

|

বিশ্ববরেণ্য স্প্যানিশ চিত্রশিল্পী পাবলো পিকাসোর ‘উইমেন উইথ আ ওয়াচ’ চিত্রকর্মটি নিলামে তোলা হয়েছে। ১৯৩২ সালে আঁকা চিত্রকর্মটি ১৩ কোটি ৯০ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যেটির দাম ১ হাজার ৫২৯ কোটি টাকা। খবর এএফপি’র।

এটি পিকাসোর দ্বিতীয় সর্বোচ্চ দামে বিক্রি হওয়া কোনো ছবি বলে জানিয়েছে ব্রিটিশ নিলামকারী প্রতিষ্ঠান সদবি’স।

নীল পটভূমির চিত্রকর্মটিতে দেখা গেছে, সিংহাসনের মতো চেয়ারে বসে আছেন এক নারী। অনেকেই ওই নারীকে ফরাসি শিল্পী মারি–তেরেস ওয়ালতের বলে চিহ্নিত করেছেন। মারি–তেরেস পিকাসোর প্রেমিকা ছিলেন। তার অনেক চিত্রকর্মের বিষয়বস্তু ছিলেন এই নারী শিল্পী।

নিলামে ওঠার আগে চিত্রকর্মটির মূল্য ধরা হয়েছিলো ১২ কোটি মার্কিন ডলার। চিত্রকর্মটি আগে প্রয়াত শিল্প সংগ্রাহক এমিলি ফিশার ল্যান্ডউর মালিকানায় ছিল।

নিলামে বিক্রি হওয়া পিকাসোর সবচেয়ে দামি চিত্রকর্মটি হলো ‘লেস ফেমিস ডি’আলজার’ (উইমেন অব আলজিয়ার্স)। ২০১৫ সালে নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টি ১৭ কোটি ৯৩ লাখ ডলারে ওই চিত্রকর্ম বিক্রি করেছিলো।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply