দুই যুগ পর উত্তর কোরিয়ায় পুতিন

|

অবশেষে উত্তর কোরিয়ায় পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রায় ২ যুগ পর আজ মঙ্গলবার (১৮ জুন) দুইদিনের রাষ্ট্রীয় সফরে পিয়ংইয়ংয়ে পা রাখলেন তিনি। জানিয়েছে বার্তা সংস্থা এপি ও আল জাজিরা।

মঙ্গলবার থেকে শুরু হওয়া পুতিনের এই সফর পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যেকার সম্পর্কের ক্ষেত্রে নতুন এক মাত্রা যোগ করবে। এই সফর বিশ্ব রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

গত বছর সেপ্টেম্বরে রাশিয়ার পূর্বাঞ্চলে কিম জং উন যখন পুতিনের সঙ্গে বৈঠক করেন, তখনই তিনি পুতিনকে উত্তর কোরিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন।

এর আগে, সবশেষ ২০০০ সালে এশিয়ার বিচ্ছিন্ন এই দেশটিতে গিয়েছিলেন পুতিন। তখন উত্তর কোরিয়ার নেতা ছিলেন বর্তমান নেতা কিম জং উনের পিতা কিম জং ইল।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply