বাংলাদেশে বিনিয়োগে পূর্ণ সহযোগিতা পাবে মার্কিন ব্যবসায়ীরা

|

বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে সরকারের পূর্ণ সহযোগিতা পাবেন মার্কিন ব্যবসায়ীরা। নিউইয়র্ক সময় সোমবার, যুক্তরাষ্ট্রের চেম্বার অব কমার্সের আয়োজিত মধ্যাহ্নভোজনে আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, পারস্পরিক লাভের জন্যেই নিত্যনতুন ব্যবসায়িক চিন্তাভাবনা, প্রযুক্তি এবং প্রকল্প নিয়ে শিল্পপতিরা বাংলাদেশে আসতে পারেন। এসময় মুনাফা-অর্থনৈতিক সমৃদ্ধির জন্যেই আমাদের পথচলার সঙ্গী হওয়ার জন্যও তাদেরকে আশ্বস্ত করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, এ ব্যাপারে মার্কিন ব্যবসায়ীদের পূর্ণ সমর্থন ও সহযোগিতা দেবে সরকার।

প্রধানমন্ত্রী জানান, ২০১৬-১৭ অর্থবছরে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সাড়ে ৭ বিলিয়ন ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্য হয়। সেই ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি ব্যবসায়িক উন্নয়ন চান তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply