ভোটারদের হুমকি দেয়ায় রেলমন্ত্রীকে শোকজ

|

ফাইল ছবি

পঞ্চগড় করেসপনডেন্ট:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে বক্তব্য দেয়ার অভিযোগে পঞ্চগড়-২ আসনের নৌকার প্রার্থী ও রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ ইসমাইল হোসাইন এ নোটিশ দেন।

নোটিশে বুধবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টার মধ্যে সশরীরে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়।

নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান জানান, নৌকার প্রার্থী ও রেলমন্ত্রীর একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রচারিত হলে, তা নজরে আসে। যেহেতু এ ঘটনায় আচরণবিধি লঙ্ঘন হয়েছে, তাই তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

নোটিশে বলা হয়, পঞ্চগড়-২ আসনের নৌকার প্রার্থী ও রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন শনিবার (২৩ ডিসেম্বর) ও সোমবার (২৫ ডিসেম্বর) দেবীগঞ্জ উপজেলার পামুলীতে ও বোদা উপজেলার চন্দনবাড়ীতে আলাদা নির্বাচনী সভায় অংশ নেন।

সে সময় তিনি বলেন, ভোট দিতে না গেলে তাদের তালিকা করা হবে। সরকারি সুযোগ-সুবিধা নিয়ে ভোট দিতে যাবেন না, তা হবে না। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply