১৮ দিন ধরে অচল ঢাকা ডেন্টাল কলেজ

|

১৮ দিন ধরে অচল রয়েছে ঢাকা ডেন্টাল কলেজ। ওএসডি হওয়া অধ্যক্ষকে পুনর্বহালের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

বন্ধ রয়েছে ক্লাস-পরীক্ষাসহ সব ধরনের শিক্ষা কার্যক্রম। অন্যান্য দিনের মতো আজও সকাল থেকেই ক্যাম্পাসের প্রধান ফটকে তালা লাগিয়ে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে আগের অধ্যক্ষকে ফিরিয়ে আনার দাবি জানাচ্ছেন তারা। গত ১৬ সেপ্টেম্বর কলেজের অধ্যক্ষ আবুল কালাম ব্যাপারীকে ওএসডি করে স্বাস্থ্য মন্ত্রণালয়। পরদিন থেকে শিক্সার্থীরা আবুল কালামকে পুনর্বহালের দাবিতে প্রথমে ক্লাস বর্জন ও পরে কলেজে তালা লাগিয়ে দেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply