৩০ না, ২০ টাকাই থাকছে গ্রামীণফোনের সর্বনিম্ন রিচার্জ

|

গ্রামীণফোনের সিমে সর্বনিম্ন ৩০ টাকা রিচার্জ নিয়ে সিদ্ধান্ত থেকে সরে এসেছে কর্তৃপক্ষ। রিচার্জের সীমা বাড়ানোর ঘোষণা এখনই বাস্তবায়ন হচ্ছে না। ফলে আগের মতো তাদের সর্বনিম্ন রিচার্জ ২০ টাকাই থাকছে।

আজ গ্রামীণফোনের জনসংযোগ বিভাগ এ তথ্য জানিয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের-বিটিআরসি’র সঙ্গে আলোচনা করে, পরবর্তীতে রিচার্জের সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয়ার কথা জানায় তারা।

এর আগে এসএমএস ও মাইজিপি অ্যাপের সর্বনিম্ন রিচার্জ ২০ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করার কথা গ্রাহকদের জানিয়েছিল অপারেটরটি। মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর থেকে এ নিয়ম কার্যকর হওয়ার কথা ছিল। মাইজিপি অ্যাপে এমন সতর্কীকরণ একটি বিজ্ঞপ্তিও দিয়েছিল।

উল্লেখ্য, ২০২২ সালের জুলাইয়ে গ্রামীণফোন তাদের সর্বনিম্ন রিচার্জের সীমা ১০ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা করেছিল। তাদের এ সিদ্ধান্তের পরপরই আরও দুই অপারেটর রবি ও বাংলালিংকও একই মাসে তাদের রিচার্জের সর্বনিম্ন সীমা বাড়িয়ে ২০ টাকা করে।

/এমএমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply