ফাইনালে রিয়াল মাদ্রিদকে ফেবারিট মানতে নারাজ বার্সা কোচ

|

চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ দুর্দান্ত ফর্মে থাকলেও তাদেরকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ।

সাম্প্রতিক ফর্মে রিয়াল এগিয়ে থাকলেও এল ক্লাসিকোয় কার্লো আনচেলত্তির দলকে ফেবারিট বলতে রাজি নন বার্সা কোচ। বলেন, আমাদের কেবল ফাইনাল খেললে হবে না, আমাদের জিততে হবে। আমাদের প্রতিপক্ষ এমন দল, যারা নিজেদের সেমিফাইনালে খুবই ভালো খেলেছে। তবে এখানে কোনো ফেবারিট নেই। এটা এল ক্লাসিকো। আশা করি, গতবারের মতোই জিতব। আমরা বর্তমান চ্যাম্পিয়ন। অন্তত এটা তো উপভোগ করব।

মূলত রিয়াল মাদ্রিদের বিপক্ষে লড়াইয়ের ধরন এবং ফুটবল কৌশলের কারণে জয়ের ব্যাপারে আশাবাদী বার্সা কোচ। তাই তো গত সুপার কাপের ফাইনালের পুনরাবৃত্তি ঘটাতে চান এবারো।

এদিকে আরও একটি এলক্লাসিকোর অপেক্ষায় ফুটবল বিশ্ব। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মাঠে গড়াতে যাচ্ছে বার্সা-রিয়াল দ্বৈরথ। চিরপ্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হওয়ার আগে জয়ের ব্যাপারে দারুণ আশাবাদী বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। একই সঙ্গে ভীষণ সতর্কও তিনি। কারণ প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। পাশাপাশি আনচেলত্তির শিষ্যরাও আছে দুর্দান্ত ফর্মে।

গত স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৩-১ গোলে হারিয়ে ট্রফি উচিয়ে ধরেছিল বার্সেলোনা। তবে এবার শিরোপা জয়ের রাস্তাটা সহজ হবে না বলেই মনে করছেন জাভি। রিয়াল গত বছরের তুলনায় ভালো দল হলেও গেলবারের ফাইনালের কথাও মনে করিয়ে দিলেন কাতালানদের কোচ।

এল ক্লাসিকোর বিষয়ে জাভি হার্নান্দেজ বলেন, আমি কোচ হওয়ার পর গত মৌসুমের ফাইনালটাই সম্ভবত সেরা ম্যাচ ছিল। এ বছর তারা আরও ভালো দল। তবে আমরা খুবই উজ্জীবিত। রিয়াল মাদ্রিদের বিপক্ষে আমাদের লড়াইয়ের ধরন এবং আমাদের ফুটবল কৌশলের কারণে আমরা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। গত বছর এখানে আমরা তা করতে সক্ষম হয়েছিলাম এবং এই মৌসুমের শুরুর দিকের ক্লাসিকোয় আমরা আধিপত্য দেখিয়েছিলাম।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply