সংযুক্ত আরব আমিরাতে নরেন্দ্র মোদির মন্দির উদ্বোধন সম্পন্ন

|

এবার সংযুক্ত আরব আমিরাতে মন্দির উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার (১৪ ফেব্রুয়ারি) আমিরাত সফরকালে আবুধাবিতে অবস্থিত ‘বিএপিএস’ হিন্দু মন্দিরের উদ্বোধন করেন তিনি। খবর টাইমস অব ইন্ডিয়ার।

এটি আবুধাবিতে অবস্থিত প্রথম মন্দির। আর সংযুক্ত আরব আমিরাতে দ্বিতীয়। অন্য মন্দিরটি অবস্থিত দুবাইয়ে।

সংযুক্ত আরব আমিরাতে বসবাস করেন প্রায় ৩৫ লাখ ভারতীয় । নরেন্দ্র মোদির শাসনামলে, বেশ ঘনিষ্ঠ হয়েছে দুই দেশের সম্পর্ক। উদ্বোধনী আয়োজনে মোদি ছাড়া আরও অংশ নিয়েছেন অক্ষয় কুমার, বিবেক ওবেরয়ের মতো বলিউড তারকারাও।

এর আগে, ২০১৫ সালে আরব আমিরাত সফর করেন মোদি। ওই সফরেই আরব সরকার আবুধাবিতে মন্দিরের জন্য জমি বরাদ্দের ঘোষণা দেয়।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply