প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

|

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে মিউনিখ নিরাপত্তা সম্মেলনের (এমএসসি) ফাঁকে তাদের মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এ সময় তারা পারস্পরিক ও বৈশ্বিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। খবর বাসসের।

পরে যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন বিষয়ক সেক্রেটারি লর্ড ক্যামেরন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কূটনৈতিক মহলে গুরুত্ব পাচ্ছে এ বৈঠক। তাতে উভয় নেতা দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বলে জানা গেছে।

এই নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে গত বৃহস্প‌তিবার জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন সরকারপ্রধান। কাল রোববার মিউনিখের স্থানীয় সময় ৯টা ১০ মিনিটে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি।

/আরআইএম/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply