‘ম্যানচেষ্টার ডার্বি’তে রাতে মাঠে নামছে ইউনাইটেড-সিটি

|

ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেষ্টার ডার্বিতে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দী ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। রোববার (৩ মার্চ) রাত সাড়ে ৯ টায় রেড ডেভিলদের আতিথ্য দেবে সিটিজেনরা। মর্যাদার লড়াইটাও উপভোগ করতে চায় দুই দল।

ইতিহাদ স্টেডিয়ামে ১৯২ তম ম্যানচেস্টার ডার্বি দেখার অপেক্ষায় পুরো বিশ্ব। সর্বশেষ ইতিহাদে খেলতে গিয়ে ৬-৩ গোলে বিধ্বস্ত হয়েছিল ইউনাইটেড। সেদিন সিটির হয়ে হ্যাটট্রিক করেছিলেন ফিল ফোডেন ও আর্লিং হাল্যান্ড। অর্ধডজন গোলের সেই দুঃস্বপ্ন এখনো ভুলতে পারেনি ইউনাইটেড। তবে আজ সেই হারের দুঃস্বপ্ন ভোলার সুযোগ আছে এরিক টেন হাগের দলের। যদিও কাজটা সহজ হবে না।

ম্যানচেস্টার সিটি-ইউনাইটেডের লড়াইটা এখন অনেকটা নামেই সীমাবদ্ধ। মাঠের খেলায় একক আধিপত্য ম্যান সিটির। চলতি মৌসুমে দারুণ সময় পার করছে সিটিজেনরা। অবিশ্বাস্য ফর্মে আছেন হাল্যান্ড-ডি ব্রুইনারা। ২৬ ম্যাচ খেলে ১৮ জয় ও ৫ ড্র নিয়ে পয়েন্ট টেবিলের দুই’য়ে পেপ গার্দিওলার শিষ্যরা। শেষ ১৮ ম্যাচে অপরাজিত সিটিজেনরা। এরমাঝে জয় ১৬টি বাকি দুটি ম্যাচ ড্র।

অপরদিকে গেল অক্টোবরে ওল্ড ট্রাফোর্ডের ৩-০ গোলের পরাজয়ের ক্ষত এখনো শুকায়নি ম্যান ইউনাইটেডের। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিরুদ্ধে জিতে এই হারের বদলা নিতে চাইবেন এরিক টেন হ্যাগের শিষ্যরা। ২৬ ম্যাচ শেষে ১৪ জয়, ও ১০ পরাজয় নিয়ে টেবিলের ছয়ে রেড ডেভিলরা।

/আরআইএম

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply