চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ গোল রিয়ালের

|

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগের রাজা বলা হয় স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে। লস ব্লাঙ্কোস’দের দখলে ১৪টি শিরোপা। শ্রেষ্ঠত্বের পাশাপাশি গোল সংখ্যার রেকর্ডেও রাজত্ব করছে আনচেলত্তির শিষ্যরা।

২০২৩-২৪ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬’র প্রথম লেগে ১-০ গোলে এগিয়ে ছিল রিয়াল। ঘরের মাঠে, লাইপজিগের বিপক্ষে দিতে পারেনি সেরাটা। ভিনিসিয়াস-বেলিংহ্যামের পেছনে চার মিডফিল্ডারকে খেলান কোচ।

দ্বিতীয় লেগে, ৬৫ মিনিটেই ভিনিসিয়াস জুনিয়রের গোলে এগিয়ে যায় রিয়াল। মাত্র তিন মিনিটের ব্যবধানে অরবানের গোলে সমতায় ফেরে লাইপজিগ। ১-১ ড্র তে শেষ হয় ম্যাচ। আর, তাতেই দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে স্প্যানিশ জায়ান্ট’রা।

১৯৯২ থেকে এখন পর্যন্ত চ্যাম্পিয়নস লিগে রিয়াল খেলেছে ৩১১ ম্যাচ। যেখানে তাদের গোলসংখ্যা ৬৫৮। রিয়ালের ঠিক পরের অবস্থানে বায়ার্ন মিউনিখ। সব মিলিয়ে ২৯০ ম্যাচ খেলে, গোল করেছে ৫৯৫টি। জিতেছে ৬ শিরোপা। আগের সংস্করণে সবশেষ শিরোপা জিতেছিল বার্সেলোনা। তৃতীয় অবস্থানে আছে কাতালানরা। এরপর, নতুন সংস্করণে ক্লাবটি জিতেছে আরও ৪টি চ্যাম্পিয়নস লিগ। ২৯২ ম্যাচে বার্সা গোল করে ৫৭৬টি।

গোল করায় চতুর্থ স্থানে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। যারা নতুন সংস্করণে জিতেছে ২টি শিরোপা। ২৪৮ ম্যাচে ৪২০টি গোল তাদের। দুই শিরোপা জেতা চেলসির অবস্থান ম্যান ইউনাইটেডের ঠিক নীচেই। ১৯৭ ম্যাচে ‘ব্লু’দের গোল ৩৩৪টি।

এদিকে, চ্যাম্পিয়নস লিগের আরেক ম্যাচে দুই লেগ মিলিয়ে ৬-২ ব্যবধানে কোপেনহেগেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ম্যান সিটি।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply