ফিলিস্তিনিদের ত্রাণ সহায়তায় পাশে দাঁড়ালো স্পেন

|

ফিলিস্তিনিদের ত্রাণ সহায়তায় পাশে দাঁড়ালো স্পেন

মাদ্রিদে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল আলবারেসের (বামে) সাথে ইউএনআরডাব্লিউএ'র প্রধান ফিলিপ লাজ্জারিনি।

হামাসের সাথে কয়েকজন কর্মীর সম্পৃক্ততার অভিযোগে যখন জাতিসংঘের অঙ্গসংগঠন ইউএনআরডাব্লিউএ’তে অনুদান বন্ধ করেছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যসহ বহু দেশ, ঠিক তখনই ফিলিস্তিনিদের সহায়তায় এগিয়ে এলো স্পেন। সংগঠনটিকে আরও ২০ মিলিয়ন ইউরো অতিরিক্ত সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে দেশটি। বৃহস্পতিবার (৭ মার্চ) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার, মাদ্রিদে ইউএনআরডাব্লিউএ’র প্রধান ফিলিপ লাজ্জারিনির সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল আলবারেস। জানান, যুদ্ধবিধ্বস্ত গাজায় চলমান মানবিক কার্যক্রম আরও বেগবান করতেই নতুন তহবিল পাঠাবে দেশটি। যা ব্যবহার করা হবে, ফিলিস্তিনিদের খাদ্য ও জরুরি চিকিৎসার কাজে।

১৯৪৯ সালে প্রতিষ্ঠিত ইউএনআরডাব্লিউএ গাজায় কার্যক্রম পরিচালনাকারী জাতিসংঘের সবচেয়ে বড় সংস্থা। গাজা, পশ্চিম তীর, জর্ডান, লেবানন ও সিরিয়ায় স্বাস্থ্যসেবা, শিক্ষা ও মানবিক সহায়তা প্রদান করে আসছে সংগঠনটি।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply