তেলের দাম স্থিতিশীল থাকবে, আশা অর্থমন্ত্রীর

|

বিশ্ব বাজারে কমতির দিকে জ্বালানি তেলের দাম। এর প্রভাব পড়বে স্থানীয় পর্যায়ে। এতে উৎপাদন ব্যয় কমে আসবে বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

রোববার (১০ মার্চ) সকালে রাজধানীর একটি হোটেলে ডিসিসিআই’র আয়োজনে প্রাক বাজেট আলোচনায় মন্ত্রী এমন আশ্বাস দেন।

সভায় ব্যাংক খাত, রাজস্ব আদায়, অবকাঠামো খাতের উন্নয়ন, বিনিয়োগে প্রতিবন্ধকতাসহ বিভিন্ন বিষয় ওঠে আসে। বক্তারা বলেন, ব্যাংকখাতকে সবচেয়ে ঝুঁকিতে ফেলছে মন্দ ঋণ। তাই আর্থিক খাতের সুশাসন প্রতিষ্ঠায় আরবিট্রেশন আইন বাস্তবায়ন ও অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে দায়িত্ব দেয়া উচিত। ব্যাংক খাত একীভূতকরণে সতর্কতা মেনে চলার পরামর্শ আসে।

বলা হয়, জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় ঝুঁকির মধ্যে রয়েছে বিনিয়োগ। বেকার সমস্যা এখন প্রকট আকার ধারণ করেছে। রাজস্ব আহরণে করদাতা বাড়ানোর পরামর্শ দেয়া হয়। বলা হয়, সরকারের উন্নয়ন লক্ষ্য ঠিক করা আছে; কিন্তু তা বাস্তবায়নে সমন্বিত পরিকল্পনা নেই।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply