আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৮

|

ছবি: রয়টার্স

আফগানিস্তানের পূর্বাঞ্চলে সীমান্তবর্তী এলাকায় দুটি বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে তিন শিশুসহ আটজন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (১৮ মার্চ) ভোর ৩টার দিকে পাকিস্তানের সীমান্তবর্তী খোস্ত এবং পাখতিকা প্রদেশে এই হামলা চালানো হয়।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পাকিস্তানের এই হামলাকে আফগানিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে তালেবান সরকারের একজন মুখপাত্র।

পাকিস্তানি বিমান থেকে বেসামরিক বাড়ি-ঘরে বোমাবর্ষণ করা হয়েছে বলে জানায় আফগান সরকার। তালেবান সরকার এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। অন্যদিকে, এ হামলার জবাবে পাকিস্তানের বোরকি জেলার সীমান্ত এলাকায় আফগানিস্তান থেকে গুলি ও মর্টার শেল ছোড়া হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা।

এর আগে, গত শনিবার (১৬ মার্চ) পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে সন্ত্রাসী হামলায় সাত সেনাসদস্য নিহত হয়। এরপরই এই হামলা চালালো পাকিস্তানি বিমান বাহিনী।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply