বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহতের অভিযোগ, নিয়ে গেছে মরদেহ

|

নওগাঁ সীমান্ত। ফাইল ছবি।

সিনিয়র করেসপনডেন্ট, নওগাঁ:

নওগাঁর পোরশা উপজেলার নীতপুর সীমান্তে বিএসএফের বিরুদ্ধে এক বাংলাদেশি তরুণকে গুলি করে হত্যার অভিযোগ করেছেন স্থানীয়রা। হত্যার পর তার মরদেহ ভারতে নিয়ে গেছে বলেও অভিযোগ স্থানীয়দের। মঙ্গলবার (২৬ মার্চ) সকালে এ ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম আল আমিন (৩৮)। তিনি চক বিষ্ণপুর কলোনী মোড় গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে।

নীতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক জানান, মঙ্গলবার সকালে সীমান্তের নোম্যান্স ল্যান্ড এলাকায় আল-আমিনসহ কয়েকজন ঘোরাঘুরি করছিলেন। এ সময় সীমান্ত এলাকায় ভারতের নীলমারী বিএসএফ টহল দল ধাওয়া করে আল আমিনকে আটক করে। তবে অন্যরা পালিয়ে চলে আসে।

তিনি বলেন, ফিরে আসাদের ভাষ্যমতে, বিএসএফ নির্যাতন ও গুলি করে আল-আমিনকে হত্যা করে তার মরদেহ নিয়ে গেছে। এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে এখনও নিশ্চিত করে কিছু জানানো হয়নি।

বিষয়টি নিয়ে পোরশা থানার ওসি আতিয়ার রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে তারা এমন খবর পেয়েছেন। বিস্তারিত তথ্যের জন্য তারা বিজিবি’র সঙ্গে যোগাযোগ রাখছেন।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply