চালু হলো জাতীয় রোমিং সার্ভিস

|

দেশে প্রথমবারের মতো চালু হলো ন্যাশনাল রোমিং সার্ভিস। বাংলালিংক ও টেলিটকের গ্রাহকরা এই সুবিধা পাবেন। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে আইসিটি মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক পরীক্ষামূলক নতুন এই টেলিকম সেবার উদ্বোধন করেন।

প্রাথমিক পর্যায়ে টেলিটকের দুই হাজার গ্রাহক এই সুবিধা পাবেন। দুই মাসের মধ্যে দুই অপারেটরে সকল গ্রাহক রোমিং সুবিধা ব্যবহার করতে পারবেন। এই সেবার আওতায় যেখানে টেলিটকের নেটওয়ার্ক নেই, সেখানে বাংলালিংকের টাওয়ার ব্যবহারের মাধ্যমে নেটওয়ার্ক সুবিধা পাবেন। একইভাবে বাংলালিংকের গ্রাহকরাও টেলিটকের নেটওয়ার্ক সুবিধা পাবেন।

টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জানান, সরকার রাষ্ট্রায়ত্ত টেলিকম প্রতিষ্ঠানগুলোকে লাভজনক করার উদ্যোগ নিয়েছে। টেলিকম খাতে অসৎ ও অলস কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোরব্যবস্থা গ্রহণ করা হবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply