পদ্মা সেতু দেখে মুগ্ধ ভুটানের রাজা

|

পদ্মা সেতু দেখে মুগ্ধ ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক। বুধবার (২৭ মার্চ) সকালে পদ্মা সেতু পরিদর্শন করেন তিনি।

এর আগে, মাওয়া প্রান্তে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পদ্মা সেতুতে উঠে বাংলাদেশের চ্যালেঞ্জিং এ প্রকল্প দেখে মুগ্ধ হন তিনি। পদ্মা সেতুর ওপর বেশ কিছুক্ষণ অবস্থান করেন ভুটানের রাজা। এসময় পদ্মা সেতু প্রকল্পের বিভিন্ন বিষয়ে তাকে অবহিত করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

মাওয়া থেকে নারায়ণগঞ্জের আড়াইহাজারে যান ভুটানের রাজা। সেখানে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন। এরপর বিকেল ৪টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতেই সপরিবারে ৪ দিনের বাংলাদেশ সফরে এসেছেন ভুটানের রাজা। সফরকালে তিনটি সমঝোতা স্মারক সইয়ের পাশাপাশি পুনঃনবায়ন হয়েছে সংস্কৃতি বিষয়ক চুক্তির। গত সোমবার (২৫ মার্চ) রাজাকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply