দায়িত্ব নিয়ে বিএসএমএমইউ’র ভিসি বললেন— ভুল হলে ধরিয়ে দেবেন, পিছু টানবেন না

|

দায়িত্ব গ্রহণ করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক বললেন, ‘আমি আপনাদেরই লোক, আমি বঙ্গবন্ধুর লোক, আমি প্রধানমন্ত্রীর লোক। সবাই সহযোগিতা করবেন, ভুল হলে ধরিয়ে দেবেন। তবে কেউ আমাকে পিছু টানবেন না।’

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডা. মিল্টন হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সবার সহযোগিতা চেয়ে দুর্নীতি করবেন না এবং প্রশ্রয় দেবেন না বলেও জানান বিএসএমএমইউ’র নতুন এ উপাচার্য।

শিক্ষা, সেবা ও গবেষণায় বিএসএমএমইউকে বিশ্বমানের করে তুলতে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন দীন মোহাম্মদ নুরুল হক। জানিয়েছেন, আধুনিক মানের চিকিৎসা সেবার কেন্দ্র হিসেবে এই বিশ্ববিদ্যালয়কে গড়ে তোলাই তার মূল লক্ষ্য। পাশাপাশি গবেষণার বিষয়ে বেশি জোর দেয়া হবে।

এছাড়া, বঙ্গবন্ধু সুপার স্পেশালাইজড হাসপাতাল দ্রুত পূর্ণাঙ্গভাবে চালু করা হবে বলে এ সময় উল্লেখ করেন তিনি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply