ঈদের আগে বেসামাল বাজার

|

ঈদের আগে ছুটির দিনে ক্রেতা নেই মুদি পণ্যের দোকানে। যারা এসেছেন দাম নিয়ে দুশ্চিন্তায় তারা। জানালেন, ঈদ শপিং আর বাজারে কেনাকাটার চাপে কোনঠাসা সবাই। সে শঙ্কা আরও বাড়িয়েছে মাংসের দাম।

কোথাও মুরগি ও গরুর মাংস মিলছে না সরকার নির্ধারিত দামে। মাংসের বাজারে সাড়ে ৭শ’ টাকার নিচে নেই গরুর মাংস। ব্রয়লারের কেজি ছাড়িয়েছে ২শ’ টাকা।

মাছ বাজারে কানে আগুন ধরাচ্ছে ইলিশের দর। আকার ১ কেজি ছাড়ালেই আড়াই হাজার টাকা কেজি দাম হাকাচ্ছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, ঈদের আগে চাহিদা অনুযায়ী যোগান নেই। তবে, অন্যান্য মাছের দাম স্বাভাবিক।

এছাড়া, বাজারে নতুন করে দুশ্চিন্তা বাড়িয়েছে মিক্স মসলার দাম। বেশ কিছুদিন আগে থেকেই এসব পণ্যের দর বেড়েছে প্রতি প্যাকেটে ৫ টাকা করে। বাড়তি দরে বিক্রি হচ্ছে হলুদ ও এলাচ। তবে কেজিতে প্রায় ৩শ’ টাকা কমেছে জিরার দাম।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply