স্বেচ্ছায় না হলে বাধ্যতামূলকভাবে ব্যাংকগুলোকে একীভূত করা হবে

|

ব্যাংকগুলো স্বেচ্ছায় একীভূত হতে পারবে। ডিসেম্বরের মধ্যে খারাপ ব্যাংকগুলো একীভূত না হলে বাধ্যতামূলকভাবে একীভূত করবে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার (৪ এপ্রিল) এ সংক্রান্ত একটি নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

বাধ্যতামূলকভাবে একীভূত করা হলে দুর্বল ব্যাংকের এমডি ও ডিএমডিরা চাকরি হারাবেন। এছাড়া তারা পাঁচ বছর পর্যন্ত অন্য ব্যাংকের পরিচালক হতে পারবে না বলেও জানানো হয়।

নীতিমালায় বলা হয়, ব্যাংকের সাথে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান একীভূত হতে পারবে। সমঝোতার ভিত্তিতে একটি ব্যাংক অন্য ব্যাংকের নির্দিষ্ট শাখা অধিগ্রহণ, অদল-বদল ও ব্যবসা স্থানান্তর করতে পারবে। এছাড়া ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠানও অধিগ্রহণ করা যাবে।

এতে আরও বলা হয়, বিদেশি ব্যাংকের শাখাও একীভূত করা যাবে। বাধ্যতামূলক একীভূতকরণের ক্ষেত্রে উন্মুক্ত দরপত্র আহ্বান করা হবে। এতে সাড়া না মিললে ভালো ব্যাংকের সাথে একীভূত করা হবে। তবে এর আগে দুর্বল ব্যাংকগুলোকে আমানতকারী, শেয়ারহোল্ডার ও পাওনাদারের অর্থ ফেরতের পরিকল্পনা জানাতে হবে।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply