মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৬৫, এক-তৃতীয়াংশ মোটরসাইকেলে

|

দেশে গত মার্চ মাসে ৫৫২টি সড়ক দুর্ঘটনায় ৫৬৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। এসব দুর্ঘটনায় ১ হাজার ২২৮ জন আহত হয়েছেন। এছাড়া, রেলপথে ৩৮টি দুর্ঘটনায় ৩১ জন নিহত ও ৮৬ জন আহত এবং নৌপথে ৭টি দুর্ঘটনায় ১৬ জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন।

বুধবার (১৭ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় যাত্রী কল্যাণ সমিতি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক দুর্ঘটনায় নিহতদের এক-তৃতীয়াংশই মোটরসাইকেল আরোহী। মোটরসাইকেলে ১৮১টি দুর্ঘটনায় ২০৩ জন নিহত ও ১৬৬ জন আহত হয়েছেন। এটি সড়ক দুর্ঘটনায় মোট নিহতের ৩৫ দশমিক ৯৩ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সড়ক, রেল ও নৌপথে সর্বমোট ৫৯৭টি দুর্ঘটনায় ৬১২ জন নিহত এবং ১ হাজার ৩৩১ জন আহত হয়েছেন। এছাড়াও বিজ্ঞপ্তিতে শুধুমাত্র গণমাধ্যমে প্রকাশিত দুর্ঘটনার সংবাদ মনিটরিং করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে বলেও জানানো হয়।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply