ইরানে হামলার পরই বিশ্ববাজারে বাড়ছে তেলের দাম

|

ইরানে ইসরায়েলের হামলার পরই, বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। যদিও ইরান-ইসরায়েল উত্তেজনার পর থেকেই অস্থিরতা চলছে জ্বালানি তেলের বিশ্ববাজারে।

শুক্রবার তেলের দাম ব্যারেল ৩ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। এ সময় ব্রেন্ট ক্রুড অয়েলের দাম, প্রতি ব্যারেলে বেড়েছে ২ দশমিক ৬৩ ডলার। ফলে বর্তমানে ব্রেন্টের দাম প্রতি ব্যারেলে বেড়ে দাঁড়িয়েছে ৮৯ দশমিক ৭৪ ডলারে।

যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ব্যারেলে ২ দশমিক ৫৬ ডলার বা ৩ দশমিক ১ শতাংশ বেড়ে। ফলে প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে ৮৪ দশমিক ৬৬ ডলারে। হামলার বিরূপ প্রভাব পড়েছে বিশ্বের প্রভাবশালী পুজিবাজাগুলোতে। জাপান, দক্ষিণ কোরিয়া এবং হংকংয়ের পুঁজিবাজারে দরপতন হয়েছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply