‘নেভারকুসেন’ এখন অপরাজিত লেভারকুসেন

|

কিছুদিন আগেই নিশ্চিত হয়েছে লিগ শিরোপা। শতবছরের ক্লাব বায়ার লেভারকুসেনের ছিল না কোনো ট্রফি। অনেকে ব্যঙ্গ করে ডাকতো নেভারকুসেন নামে। আর তারাই এবার বুন্দেসলিগার চ্যাম্পিয়ন। সেই সাথে রয়েছে অপারজিত তকমাও। রোববার (২১ এপ্রিল) রাতে জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হয় জাবি আলোনসোর শিষ্যরা। ১-১ ড্র তে পয়েন্ট ভাগাভাগি করে দুদল। লিগে ৩০ ম্যাচে অপরাজিত ও অপ্রতিরোধ্য বায়ার লেভারকুসেন।

সিগনাল ইদুনা পার্কের ম্যাচ ছিলো কানায় কানায় দর্শকে পরিপূর্ণ। শুরু থেকেই আক্রমণ চালিয়ে খেলতে থাকে দুদল। কিন্তু গোলের দেখা পাচ্ছিলো না কেউই। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ড্র তে। দ্বিতীয়ার্ধের শেষ দিকে ৮১ মিনিটে নিকলাস ফুলক্রুগের গোলে লিড পায় স্বাগতিকরা।

ম্যাচের একটা পর্যায়ে লেভারকুসেনের সিজনের প্রথম পরাজয় বরন করাটা সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু অতিরিক্ত সময়ের সপ্তম মিনিটে জোসিপ স্ট্যানিসিচের গোল সমতায় ফেরায় তাদের। অপরাজিত তকমার যাত্রা আরও দীর্ঘ থেকে দীর্ঘতর করে জাবি আলোনসোর শিষ্যরা।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply