শ্রীলঙ্কার সাথে সম্পর্ক জোরদার করতে চায় ইরান

|

দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় এক সংক্ষিপ্ত সফরে এসেছিলেন ইরানের প্রেসিডেন্ট। সফরে এসে তিনি বলেন, এশিয়ার দেশগুলোর সাথে সম্পর্ক জোরদার করতে চায় তার দেশ। বুধবার (২৪ এপ্রিল) কলম্বোয় এ কথা বলেন প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি। খবর, রয়টার্স।

দেড় দশক পর প্রথমবার কোনো ইরানি প্রেসিডেন্ট এ নিয়ে পা রাখলেন শ্রীলঙ্কায়। দুদেশের মধ্যে ৫টি চুক্তি ও সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন দুই প্রেসিডেন্ট। এ নিয়ে দ্বিতীয়বার দু’ দেশের মধ্যে দ্বিপাক্ষিক কোনো চুক্তি হলো। রইসি বলেন, আমরা এশিয়ার সব দেশ, বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশ এবং সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্রগুলোর সঙ্গে দ্বি-পক্ষীয় সম্পর্ককে আরও বাড়াতে পুরোপুরি প্রস্তুত। শ্রীলঙ্কায় ৫১৪ মিলিয়ন ডলারের পানিবিদ্যুৎ প্রকল্পে কারিগরি ও প্রকৌশলগত সহায়তা দেবে তেহরান বলেও জানান তিনি। ২০১০ সালে, ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রটির এই প্রকল্পে বিনিয়োগের কথা ছিল ইরানের। তবে, ৫০ মিলিয়ন ডলার অর্থছাড়ের পরই মার্কিন নিষেধাজ্ঞার কারণে আটকে যায় অর্থ সরবরাহ। এছাড়া কোভিড-১৯ মহামারি, পরিবেশগত উদ্বেগের কারণেও আটকে ছিল প্রকল্পটি।

উল্লেখ্য, ২০০৮ সালে প্রথমবার দু’দেশের চুক্তি সই হয়েছিলো। এর আগে, তিন দিনের পাকিস্তান সফর করেন প্রেসিডেন্ট রইসি।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply